
#59 পাঠ 27 – সম্পাদকের দপ্তরে
Loading player...
সব শ্রোতারা, যাঁরা Radio D-র দ্বিতীয় ভাগ শুনছেন, তাঁরা প্রথম পাঠে আবার সুযোগ পাচ্ছেন সম্পাদকীয় দলের সদস্যের সাথে পরিচিত হতে এবং দেখতে সে অফিসে সাধারণত কী হয়ে থাকে। "Radio D সম্পাদকের দপ্তরে সাধারণত ছোটাছুটি লেগেই থাকে: সম্পাদকগণ ফিলিপ ও পওলা, হাউজকীপার জোসেফিন, পেঁচা অয়লালিয়া এবং কম্পিউটার কম্পু পেয়েছে একটি ইমেইল তাদের পূর্ববর্তী সহকর্মী আয়হানের কাছ থেকে। আয়হান তার বাবার যত্ন নেওয়ার জন্য বার্লিন ছেড়ে চলে যাওয়ার পর, পওলা খুব দুঃখে দিন কাটাচ্ছিল। উল্টোদিকে ফিলিপের মেজাজ খুব ভালো ছিল বলে মনে হচ্ছিল। এর সাথে শিক্ষক/শিক্ষিকাকে কান খোলা রাখতে হবে শ্রোতাদের প্রশ্নগুলি সম্পর্কে, এবং সিরিজের ভাগ 2-এর নতুন সূচনাকারীদের জন্য শ্রাব্য-বোধের ভালো করতে জরুরি টিপসগুলিও আছে।"