
#58 পাঠ 28 – ট্র্যাবি বনাম পোর্শে
Loading player...
পওলা ও ফিলিপের পরবর্তি কাজ হল ব্র্যান্ডেনবার্গে একটি ছোট্টো গ্রামে যাওয়া। এখানে একটি বিশেষ বাজি খেলা হতে চলেছে। আর এই উপলক্ষ্যে Radio D-র দুই রিপার্টোরাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। "এই ব্যতিক্রমী বাজি ধরে দৌড় পওলা ও ফিলিপকে গ্রামাঞ্চলে নিয়ে এসেছে। প্রথমে মনে হতে পারে এখানে নিশ্চয়ই এমন কিছু বড়সড় ঘটবে না। কিন্তু ব্র্যান্ডেনবার্গে গ্রুউনহাইডেতে আসলে চিত্তাকর্ষক কিছু অবশ্যই পাওয়া যাবে। গ্রামের পাবের বাইরে তখন ব্যস্ততা তুঙ্গে। একজন ট্র্যাবি চালক মনে করছেন তার গাড়ি একটি পোর্শের থেকেও জোরে চলে। একজন শিক্ষক/শিক্ষিকার জন্য এই বাজি ধরে দৌড় একটি দারুন সুযোগ যখন তিনি বিশেষণের ক্রমান্নতি দেখাতে পারবেন তার ছাত্র-ছাত্রীদের। কোন গাড়িটি দ্রত, বা অন্যটির চেয়ে দ্রুততর অথবা সবচেয়ে দ্রুততম?"